সাতকানিয়ায় বন্যহাতির পায়ের নীচে পিষ্ট হয়ে এক রিকশাচালক নিহত হয়েছেন। নিহতের নাম নেছার আহমদ (৫৫)।
এসময় হাতির আক্রমণে অপর একজন গুরুতর আহত হয়েছেন।
আজ রবিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের পশ্চিম বাজালিয়া নাছিরের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
বাজালিয়া ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, আজ রবিবার রাত ৮টার দিকে ৮/১০টি বন্যহাতির একটি দল চন্দনাইশের লালুটিয়া-দিয়াকুল হয়ে শঙ্খনদী পার হয়ে সাতকানিয়ার পশ্চিম বাজালিয়ার লোকালয়ে হানা দেয়।
এদিকে ধর্মপুর ইউনিয়নের চাঁদেরপাড়ার মৃত বাচা মিয়ার পুত্র রিকশাচালক নেছার আহমদ নাছিরের দোকান এলাকায় রিকশা চার্জে দিয়ে বাড়ি ফিরছিলেন।
এসময় বন্যহাতির সামনে পড়লে একটি হাতি তাকে প্রথম শুঁড় দিয়ে আঘাত করে পরে পা দিয়ে চাপা দেয়।
হাতির দল চলে যাওয়ার পর তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ঘটনার কিছুক্ষণ পর বন্যহাতির দলটি ধর্মপুরের ঈশ্বর বাবুর হাট এলাকার জলদাশপাড়ায় হানা দেয়।
এসময় বন্যহাতির আক্রমণে জলদাশপাড়ার মৃত নিবারণ জলদাশের পুত্র নিত্যলাল জলদাশ (৬০) গুরুতর আহত হন।
ঘটনাস্থল থেকে হাতি চলে গেলে তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জের আওতাধীন বাজালিয়া বড়দুয়ারা বনবিট কর্মকর্তা সিকদার আতিকুর রহমান জানান, আজ রাতে চন্দনাইশের দোহাজারীর লালুটিয়া হয়ে বন্যহাতির একটি দল সাতকানিয়ার বাজালিয়া এলাকায় আসে।
সেখানে হাতির পায়ের নীচে পিষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন। অপর একজন আহত হয়েছেন। হাতির দলটি এখনও (রবিবার রাত ১০টা) বাজালিয়া এলাকায় অবস্থান করছে।
তিনি আরো জানান, হাতির পায়ের নীচে পিষ্ট হয়ে নিহত ও আহতের পরিবারকে সরকারিভাবে সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।