সাতকানিয়ায় একাধিক চাঁদাবাজি ও চেক প্রতারণাসহ পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম বাবর আহমদ বাবু (৪৭)।
গতকাল শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ এলাকার মৃত হাজী গুরা মিয়ার পুত্র চাঁদাবাজিসহ পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী বাবর আহমদ বাবু ঘটনার দিন রাতে নগরীর চকবাজার এলাকায় নিজ বাসায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত বাবর আহমদ বাবুর বিরুদ্ধে সাতকানিয়া থানায় একাধিক চাঁদাবাজি, চেক প্রতারণা ও লোকজনকে মারধর ও হুমকি প্রদানের ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।