সাতকানিয়ায় গ্যাসের আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১০:২৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ মো. দেলোয়ার হোসেন নামের আরো একজন মারা গেছেন। ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় এ পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। এর আগে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে ড্রাইভার মো. হেলাল উদ্দিন মারা যান। উল্লেখ্য, গত ৮ জুলাই রাতে সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের চরপাড়া জিন্নাত আলী সিকদার বাড়ির মৃত হামিদ আলীর পুত্র সৈয়দ আহমদের রান্না ঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে মো. দেলোয়ার হোসেনসহ ৫ জন দগ্ধ হয়। দেলোয়ার হোসেন চরপাড়ার জিন্নাত আলী সিকদার বাড়ির মৃত আলী আহমদের পুত্র। দেলোয়ার হোসেনের প্রতিবেশী মো. আবছার জানান, দগ্ধ হওয়া পাঁচজনের মধ্যে দেলোয়ার হোসেন সোমবার দিবাগত রাতে মারা গেছেন। এর আগে শনিবার রাতে ড্রাইভার মো. হেলাল উদ্দিন মারা যান।

পূর্ববর্তী নিবন্ধযে সড়কে বাঁকে বাঁকে মৃত্যুফাঁদ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পশুর হাট বন্ধ করে দিল প্রশাসন