সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটায় দুইজনের কারাদণ্ড

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে নেয়ার অপরাধে দুই জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালাত। দণ্ডপ্রাপ্তরা হলোমনছুর উদ্দিন (২৭) ও খোরশেদ আলম (৩৫)। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম ঢেমশা এলাকায় মাটি কাটার সময় তাদের এ দণ্ডাদেশ দেয়া হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী। জানা যায়, সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে পশ্চিম ঢেমশা এলাকায় কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করে আসছিল। খবর পেয়ে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী সেখানে অভিযান চালান। এসময় মনছুর উদ্দিন ও খোরশেদ আলমকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআবদুল কাদের জিলানী (রহ.) মাদরাসায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে পোড়ানো হল তিনটি বেহুন্দি ও চারটি চরঘেরা জাল