সাতকানিয়ায় ঋণগ্রস্ত নারীর ঝুলন্ত মরদেহ

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:৩৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় মমতাজ বেগম (৪০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম একই এলাকার জাফর আহমদের স্ত্রী এবং তিন সন্তানের জননী। জানা যায়, মমতাজ বেগম পারিবারিক আর্থিক অস্বচ্ছলতার কারণে বাড়ির পাশের লোকজন ও আত্মীয়স্বজনের কাছ থেকে বিভিন্ন সময় টাকা ধার নিয়েছিলেন। কিন্তু আর্থিক অভাবের কারণে ধার করা টাকা পরিশোধ করতে পারছিলেন না। ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। মঙ্গলবার সকালে ঘরের ছাদের বিমের সঙ্গে ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেন। ঘটনার সময় তার স্বামী ও ছেলে ঘুম থেকে উঠে বাড়ির পাশের পুকুরে মুখ ধুতে যান। তারা ঘরে এসে দেখেন ঘরের বিমের সাথে মমতাজ বেগম ঝুলে রয়েছে। মমতাজের ছেলে মো. জিহাদ জানান, আমার মা পারিবারিক অভাবের কারণে বিভিন্ন সময় আত্মীয়স্বজন ও এলাকার লোকজনদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। টাকা পরিশোধ করতে না পেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গতকাল সকালে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে আটকদের ওপর নির্যাতনে নিরাপত্তা বাহিনী জড়িত
পরবর্তী নিবন্ধব্যাংকার সাইফুদ্দিন খালেদ খসরুর দাফন সম্পন্ন