সাতকানিয়ায় ইটভাটা মালিককে ২ লক্ষ টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় পাহাড় কাটার অপরাধে এক ইটভাটার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাতে উপজেলার এওচিয়ার ছনখোলা এলাকায় কেবি৩ নামক ইটভাটা মালিককে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, পাহাড় কাটার অপরাধে কেবি৩ নামক ইটভাটার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই ভাটার মালিককে একই অপরাধে এক মাস আগেও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধইসলামের পক্ষে যারা থাকবেন তাদের পক্ষে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধমেধার সাথে যদি পরিশ্রম না থাকে সেই মেধার কোনো দাম নেই