সাতকানিয়ার খাগরিয়ায় আওয়ামী লীগ নেতা মো. বেলাল উদ্দিন হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে গতকাল শুক্রবার বিকালে সাতকানিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ৩০ জন ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্যের বিরোধের জের ধরে বুধবার রাতে আওয়ামী লীগ নেতা বেলালকে পিটিয়ে হত্যা করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ৩০ জনকে এজাহারনামীয় ও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তের জন্য থানার এসআই মোল্লা জাহাঙ্গীরকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।