সাতকানিয়ার চেয়ারম্যান হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫

চকরিয়ায় বিশেষ অভিযান

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

চকরিয়া থানা পুলিশের ছয় ঘণ্টার বিশেষ অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, হত্যা, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার ভোররাত ৬টা পর্যন্ত চকরিয়া ও পেকুয়ার বিভিন্নস্থানে পুলিশের একাধিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসীম উদ্দিন (৫৫)। ১৯৯৯ সনে সাতকানিয়া থানার সোনাকানিয়া ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি তিনি। তিনি পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের উজানটিয়া গ্রামের মোকতার আহমদের ছেলে।
অপরদিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের লাঠেরঘাঁট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় হত্যা মামলার আসামি ছগির আহমদের ছেলে নুরুল আমিন (৪০)। হারবাং ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয় নারী নির্যাতন ও একাধিক বন মামলার আসামি মো. আবুল হাসেমকে (৩০)। তিনি ইউনিয়নের স্টেশন পাড়ার দরগাহ মাজারের মৃত ফয়েজ আহমদ ফকির শাহ’র ছেলে। ঢেমুশিয়া ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয় পরোয়ানাভুক্ত আসামি জাহাঙ্গীর আলম (৩২) ও স্বপন দেকে (৪০)।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. ওসমান গণি জানান, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তৎপরতার পাশাপাশি পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচলতি মাসে চাকরি স্থায়ী না করলে লাগাতার কর্মসূচি
পরবর্তী নিবন্ধদেশের ৩৮ জেলায় নতুন রোগী নেই