সাতকানিয়ায় আলোচিত মো. আমজাদ হোসেন চেয়ারম্যান হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান নেজাম উদ্দীনসহ ১০ আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ বুধবার (১১ নভেম্বর) মামলার অধিকতর যুক্তিতর্ক শেষে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এ আদেশ দেন।
জানা যায়, সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আমজাদ হোসেনকে ১৯৯৯ সালের ৩ অক্টোবর মির্জাখীল দরবার শরীফের সামনে রাস্তায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত চেয়ারম্যান আমজাদ হোসেনের স্ত্রী ছৈয়দা রওশন আকতার বাদী হয়ে পরের দিন সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০০০ সালের ২২ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
এ মামলায় ২০ আসামীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এদিকে আজ এ মামলার অধিকতর যুক্তিতর্কের দিন ধার্য্য ছিল।
যুক্তিতর্ক শেষে বিচারক একেএম মোজাম্মেল হক ১০ আসামীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
জামিন বাতিল করে কারাগারো পাঠানো আসামীরা হলো সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নেজাম উদ্দীন, মো. ইমতিয়াজ প্রকাশ ঠোঁট কাটা মানিক, মো. ইদ্রিস, মো. জাহেদ, আবু মোহাম্মদ রাশেদ, ফারুক আহমেদ, হারুনুর রশিদ, জিল্লুর রহমান, রফিক আহমদ, আবু তাহের।
এ মামলার অন্য ৯ আসামী পলাতক রয়েছে।