সাতকানিয়া ও আনোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

| সোমবার , ৬ জুন, ২০২২ at ১১:০১ পূর্বাহ্ণ

সাতকানিয়া

সাতকানিয়া প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী খেলা গত শনিবার দুপুরে সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ ও অধ্যাপক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ, ন, ম, সেলিম, কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী, সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু ও সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম। প্রথম খেলায় ইছামতি একাদশ ২-০ গোলে বুুুুড়াইছড়ি একাদশকে পরাজিত করে । দ্বিতীয় খেলায় সোনাইছড়ি একাদশ ১-০ গোলে সাঙ্গু একাদশকে পরাজিত করে। প্রথম খেলায় ইছামতি দলের আকিব ও দ্বিতীয় খেলায় সোনাইছড়ি একাদশের ওমর হানিফ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

আনোয়ারা

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা গতকাল রোববার বিকালে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় বটতলী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ১-০ গোলে রায়পুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম.এ.মান্নান চৌধুরী, বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামশুল ইসলাম চৌধুরী, রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিন শরীফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, আবু ছৈয়দ,বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আবু হানিফ।

পূর্ববর্তী নিবন্ধসাকিবকে সময় দিতে বললেন তামিম
পরবর্তী নিবন্ধপাইওনিয়র ফুটবল লিগে ডাইনামিক ও মোহরা স্পোর্টস একাডেমির জয়