বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতা পায়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার অভিযোগে সাতকানিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। গতকাল দণ্ডবিধির কয়েকটি ধারায় চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে মো. কামাল উদ্দিন নামে এক আইনজীবী আবেদনটি করেন।
আইনজীবী মো. কামাল উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন বলেন, দণ্ডবিধির ১২৪ (ক), ৪৯৯ ও ৫০০ ধারায় মামলার আবেদনটি করেছি। এর মধ্যে ১২৪ (ক) হচ্ছে রাষ্ট্রদ্রোহের বিষয়। অপর দুটি ধারা হচ্ছে, মানহানি ও এর শাস্তি। আদালত আমার বক্তব্য শুনেছেন। তবে আদেশ দেননি। কখন দিবেন তাও বলেননি। আদেশ দিলে পরে আপনাদের জানাতে পারব।