সাতকানিয়া ইউপি নির্বাচন কাল

১০ কেন্দ্র ছাড়া সবকটিই ঝুঁকিপূর্ণ, মাঠে বিজিবি

| রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩৬ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। নির্বাচনী এলাকায় সুষ্ঠু পরিবেশ রক্ষায় গতকাল শনিবার থেকে মাঠে নেমেছে বিজিবি ও পুলিশ। প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে গতকাল মধ্যরাতে। এরই মধ্যে ৪ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে এই ৪ ইউনিয়নে মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০টি কেন্দ্র বাদে ১৩৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনের দিন এসব কেন্দ্রে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ। এছাড়া টহলে থাকবে বিজিবি ও র‌্যাব সদস্যরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সবগুলো কেন্দ্রে প্রায় ১৪শ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সাতাকনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শিবলী নোমান। তিনি বলেন, নির্বাচনে ১৪৫টি কেন্দ্রের মধ্যে ৪৭টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ, ৮৮টি গুরুত্বপূর্ণ এবং ১০টিকে সাধারণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। খবর বাংলানিউজের।
সাতকানিয়ায় ইউপি নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর পর থেকে সহিংসতার পাশাপাশি প্রাণহানির মতো ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে নির্বাচনের দিন পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন তারা। তবে
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের ব্যাপারে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আজ (শনিবার) থেকে নির্বাচনী এলাকায় বিজিবি ও পুলিশের টহল শুরু হয়েছে। এছাড়াও ভোটের দিন ১৬টি ইউনিয়নে ১৬ জন ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়াও দুই প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র‌্যাব এবং এক প্লাটুন ব্যাটালিয়ন আনসার মাঠে থাকবেন।
আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৪৫ কেন্দ্রের ৬৭১টি বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। ভোট গ্রহণের জন্য ২ হাজার ১৫৮ জন ভোট গ্রহণ কর্মকর্তা (প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা) দায়িত্ব পালন করবেন।

পূর্ববর্তী নিবন্ধসিআরবিতে হাসপাতাল ও প্রবেশপথে গেট নয়
পরবর্তী নিবন্ধস্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর