সাতকানিয়া আকাশবৃত্তি মহোৎসবের সুবর্ণজয়ন্তী

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ড বণিকপাড়ায় আকাশবৃত্তি মহোৎসবের সুবর্ণজয়ন্তী ৭দিনব্যাপী অনুষ্ঠানের ১ম দিবসে সাধুসন্ন্যাসী সম্মেলন ও ধর্মসভা গত ১৫ ডিসেম্বর শ্রীশ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঋষিধাম অধিপতি ও তুলসীধাম, অদ্বৈতঅচ্যুত ধামের মোহন্ত দেবদীপানন্দ পুরী মহারাজ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন প্রাবন্ধিক ও গ্রন্থকার সুদর্শন চক্রবর্তী। সম্মেলনে জেলার বিভিন্ন মঠমন্দির ও আশ্রমের শতাধিক মোহন্ত, অধ্যক্ষ ও সাধুসন্ন্যাসী যোগ নেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সন্ধ্যায় ডমরু ব্যান্ডের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান ‘শিবরঞ্জনী’। ২য় দিবসে সকালে অনুষ্ঠিত হয় গীতার শ্লোক লেখা প্রতিযোগিতা ও বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ। অদ্বৈতঅচ্যুত চিকিৎসক ফোরামের পরিচালনায় চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সবুজ বরণ ধর, ডা. অপূর্বা হাজারী (নিপা), ডা. অপরাজিতা ধর, ডা. অশোক দেব, ডা. অপূর্ব ধর, ডা. বিবরণ দাশ, ডা. রিমলী দে, ডা. সীমান্ত আচার্য্য। ওষুধ বিতরণ করেন রাজীব ধর, মধু ধর, সুমন ধর। প্রায় ১৫শ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। গীতাপাঠ প্রতিযোগিতায় বিচারক ছিলেন গীতা প্রশিক্ষক প্রকাশ কান্তি নাথ। বিকালে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ভক্তি সঙ্গীতাঞ্জলি ও নৃত্যানুষ্ঠান। সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি হিরন্ময় ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ ধরের পরিচালনায় সন্ধ্যায় ধর্মসম্মেলনে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন, লিটন কান্তি ধর, গণেশ নাথ, সুভাষ ধর, বিকাশ কান্তি নাথ, সাংবাদিক আবীর চক্রবর্তী ও এস প্রকাশ পাল, রুপন ধর, নারায়ণ কর্মকার, সজল নাথ। শুভেচ্ছা বক্তব্য দেন সোনারাম ধর, শ্যামদাস ধর। অঙ্কন ধরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উৎসব উদযাপন পরিষদের সহসভাপতি পলাশ ধর, সহসাধারণ সম্পাদক রবি ধর, অর্থ সম্পাদক দোলন ধর, রিতেন ধর, রনি ধর প্রমুখ। রাতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্পী সনাতন দাশ ও অমিত সেনগুপ্ত।

পূর্ববর্তী নিবন্ধযাতায়াত উপযোগী করা হল সংযোগ সড়ক ছাড়াই নির্মিত সেই ব্রিজ
পরবর্তী নিবন্ধদরবারে আজিজিয়া কমিটির আলোচনা সভা