সাতকানিয়ার সুয়ালক সেতু দ্রুত সংস্কার করা হোক

| শনিবার , ১ জুন, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার আওতাধীন ১৪নং পুরানগড় ইউনিয়নের শীলঘাটা (১নং ওয়ার্ড) ও বৈতরণী (২নং ওয়ার্ড) এর মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম সুয়ালক সেতু। বেশ কয়েক বছর ধরেই উক্ত সেতুটি মেরামত বিহীন অবস্থায় পড়ে আছে। শুষ্ক মৌসুমে স্থানীয়রা অস্থায়ীভাবে কাঠের সেতু নির্মাণ করে মৃত্যুর ঝুঁকি নিয়ে কোনো রকমে যাতায়াত করলেও বর্ষা মৌসুমে তা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। উক্ত এলাকার অধিকাংশ মানুষের জীবিকার অন্যতম মাধ্যম কৃষিকাজ হওয়ার দরুন তারা যোগাযোগ বিচ্ছিন্নতার অভাবে তাদের উৎপাদিত ফসল সময়মত বাজারজাত করতে পারেন না। ফলে বর্ষা মৌসুম এলেই তাদের দৈন্যদুর্দশা তথা অতি মানবেতর জীবনযাপন করতে হয়। স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা যোগাযোগ বিচ্ছিন্নতার অভাবে স্কুলে যেতে পারে না। এতে তাদের স্বাভাবিক পড়ালেখায় বিঘ্ন ঘটে। শুধু তাই নয়, ভোগান্তির চরম শিকার হন যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েন। অনেক সময় যাতায়াতের অসুবিধার জন্য জরুরি চিকিৎসার অভাবে হাসপাতালে পৌঁছানোর আগেই রোগী মারা যান। গর্ভবতী মায়েরাও সীমাহীন কষ্টের পরিস্থিতির সম্মুখীন হন। কিন্তু তারপরও কয়েক হাজার মানুষের বছরের পর বছর এই দুর্ভোগ যেনো দেখার কেউ নেই। স্থানীয় জনপ্রতিনিধিদের বার বার আশ্বাস মিললেও এখনো টেকসই কোনো সমাধান দৃশ্যমান হয়নি। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আশা করছি যাতে দ্রুতই এই সেতুটি সংস্কার করে এর আশু সমাধান করা হয়।

তিলক বড়ুয়া

শিক্ষার্থী, আইন বিভাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধতফাজ্জল হোসেন মানিক মিয়া : নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ