সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান ও লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৪টি বেসরকারি হাসপাতালকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলার কেরানীহাটে এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রায়হান ছিদ্দিকী উপস্থিত ছিলেন।
জানা যায়, সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে কেরানীহাটের বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান চালান। এসময় লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আল কেয়ার হাসপাতালকে ৩ হাজার টাকা, হেলথ কেয়ার হাসপাতালকে ৪ হাজার, রাবেয়া মেমোরিয়াল হাসপাতালকে ৪ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান করায় মা শিশু জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান করায় ৪টি হাসপাতালকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।