সাতকানিয়ায় রাজনৈতিক মামলার পলাতক আসামী গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ এপ্রিল, ২০২৫ at ১১:২২ পূর্বাহ্ণ

সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজনৈতিক মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে।

বুধবার (২ এপ্রিল) বিকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ লিয়াকত আলী (৩৫)। সে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌধুরী পাড়ার মৃত মকবুল আহম্মেদের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান হোসেন জানতে পারেন যে, রাজনৈতিক মামলার পলাতক এক আসামি সোনাকানিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মির্জাখীল চৌধুরী পাড়ায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী মোঃ লিয়াকত আলীকে গ্রেফতার করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম রাজনৈতিক মামলার পলাতক এক আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচসিক সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ