সাতকানিয়ায় যুবলীগ ক্যাডার ফারুক গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় শীর্ষ সন্ত্রাসী, বিভিন্ন মামলার পলাতক আসামী ও যুবলীগ ক্যাডার মোঃ ফারুক প্রকাশ ডাকাত ফারুক (২৭) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার ভোরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সামিয়ার পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক উপজেলার জনার কেঁওচিয়া সামিয়ার পাড়ার মোঃ সোলায়মানের পুত্র।

পুলিশ জানায়, ২০১৮ সালে নির্বাচনী প্রচারণাকালে এলডিপির চেয়ারম্যান ড.কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রমের পুত্র অধ্যাপক ওমর ফারুক সানিসহ এলডিপির নেতাকর্মীদের উপর হামলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী যুবলীগ ক্যাডার মোঃ ফারুক প্রকাশ ডাকাত ফারুক দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গতকাল ভোরে ঘরে অবস্থান করার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল খান জানান, গ্রেপ্তারকৃত ফারুকের বিরুদ্ধে এলডিপির চেয়ারম্যান অলি আহমদের পুত্র অধ্যাপক ওমর ফারুক সানি এবং ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলা ছাড়াও ডাকাতি এবং ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর গতকাল তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগ নেতা লিটন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅর্থায়ন জটিলতায় আটকে আছে চুয়েট রেল লাইন প্রকল্প