সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

| শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৫৩ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। গতকাল শুক্রবার, বিকেল ৩টায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আমানুর রশিদ হিরুর পুরানগড়স্থ বাসভবন প্রাঙ্গণে এই ঢেউটিন বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন পুরানগড় ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এফ এম আতাউল ইসলাম, বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, পুরানগড় ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি আবু মোবারক জাহাঙ্গীর, রাশেদ চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য ইখতিয়ার উদ্দিন বাপ্পী, উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ শান, আজাদ শিকদার, এরশাদ, মোস্তাক, সাজ্জাদ, সাকিব, আসিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি আইকিউএসির শুদ্ধাচার বিষয়ে কর্মশালা
পরবর্তী নিবন্ধডাক দিয়ে যাই-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন