সাতকানিয়ায় নিষিদ্ধ ১১শ কেজি পলিথিন জব্দ, ৩ জনকে জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ১০ জুলাই, ২০২৪ at ১১:১১ অপরাহ্ণ

সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত ১১০০ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পলিথিন বিক্রি ও বিক্রয়ের জন্য প্রদর্শনের অপরাধে ৩ জনকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দকৃত পলিথিন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার বিকালে উপজেলার কেরানীহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় ও পলিথিন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। এ সময় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল উপস্থিত ছিলেন।

জানা যায়, সাতকানিয়ার কেরানীহাটে কিছু ব্যসায়ী দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় পলিথিন বিক্রি ও বিক্রয়ের জন্য প্রদর্শনের অপরাধে মেসার্স জাহানারা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা ও ৪০০ কেজি পলিথিন জব্দ, মেসার্স রাইহান ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা ও ৩০০ কেজি পলিথিন জব্দ এবং মেসার্স ইছা এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা ও ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি ও বিক্রয়ের জন্য প্রদর্শনের অপরাধে ৩ জনকে ২৬ হাজার টাকা জরিমানা ও তাদের কাছ থেকে ১১০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

জব্দকৃত পলিথিন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সালের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় চেয়ারম্যানের বিদায় অনুষ্ঠানস্থলের বাইরে দুই পক্ষের হাতাহাতি
পরবর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলার চেয়ারম্যানকে গ্রেফতারের নির্দেশ