সাতকানিয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় গভীর রাতে দুর্বৃত্তের গুলিতে মো. এরশাদ (৪৫) নামে এক যুবক আহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাঞ্চনার ধোপা পাড়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে। আহত এরশাদ কাঞ্চনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বকশীরখীল এলাকার মৃত আবদুল মান্নানের পুত্র।

আহতের ছোট ভাই মো. জায়েদ জানান, ঘটনার দিন রাতে কাঞ্চনার গুড়গুড়ি এলাকায় তাফসীরুল কোরআন মাহফিল ছিল। আমার বড় ভাই এরশাদ আরো কয়েকজন বন্ধুসহ তাফসীর মাহফিলে যায়। তাফসীরুল কোরআন মাহফিল শেষে রাত ২টার দিকে বড় ভাই এরশাদ ও তার বন্ধুরা সিএনজিচালিত টেক্সিযোগে বাড়ি ফিরছিলেন। তারা ধোপা পাড়ার টেক এলাকায় পৌঁছার পর ৪৫ জন দুর্বৃত্ত টেঙি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় আমার ভাই গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে. এম আবদুল্লাহ আল মামুন জানান, রাত আড়াই টার দিকে মো. এরশাদ নামে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। তার পায়ে ৫টি ছররা গুলি লেগেছে।

সাতকানিয়া সার্কেলে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গতকাল শনিবার আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ভিকটিম বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কেউ থানায় আসেনি। এ ঘটনায় জড়িতেদের চিহ্নিত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। অভিযোগ পাওয়ার পর সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধউপলব্ধিতে বেড়ে উঠছে সেই শিশু
পরবর্তী নিবন্ধআলীকদমে ৫৮ মিয়ানমার নাগরিক ও ৫ দালাল আটক