সাতকানিয়ায় সিএনজি চালিত দুইটি টেক্সির মুখোমুখি সংঘর্ষে নগদ’র এক ডিএসও নিহত হয়েছে। নিহতের নাম আরমান হোসেন (২৮)। গতকাল রবিবার সকালে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ হাসমতের দোকান এলাকায় আহত হওয়ার পর বেলা আড়াই টার দিকে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত আরমান হোসেন উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া চেয়ারম্যান পাড়ার আমানত উল্লাহ চৌকিদারের পুত্র।
নগদ’র সাতকানিয়ার ডিস্ট্রিবিউটর মোঃ কামরুল হাসান জানান, আরমান হোসেন নগদ’র সাতকানিয়ার ঠাকুরদিঘী থেকে ছমদিয়া পুকুর পাড় পর্যন্ত এলাকার ডিএসও হিসেবে কর্মরত ছিলেন। আরমান গতকাল সকালেও অন্যান্য দিনের মতো প্রথমে কেরানীহাটস্থ অফিসে আসেন। পরে কেরানীহাট থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে ঠাকুরদিঘী এলাকায় যাচ্ছিলেন। অটোরিকশাটি হাসমতের দোকান এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আরমান গুরুতরভাবে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াই টার দিকে আরমান মারা যান।