সাতকানিয়ায় তিন জনকে ৮ হাজার টাকা জরিমানা

১০ হাজার ঘনফুট বালু জব্দ

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় মহাসড়কের পাশে অবৈধভাবে দোকান তৈরি ও রেজিস্ট্রেশনবিহীন ডাম্পার ট্রাকের মালিকসহ ৩ জনকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সরকারি খাল থেকে অবৈধভাবে উত্তোলনকৃত ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

গতকাল উপজেলার কেরানীহাট ও ছদাহা এলাকায় জরিমানা আদায় এবং ছদাহার ছহির পাড়ায় বালু জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

জানা যায়, সাতকানিয়ার কেরানীহাট ও ছদাহা এলাকায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পাশে অবৈধভাবে দোকান তৈরি করায় মো. শফিকুর রহমানকে ২ হাজার টাকা ও আবদুর রহিমকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া রেজিস্ট্র্রেশন বিহীন ডাম্পার ট্রাকের মালিক মাঈনুদ্দিন হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ছদাহা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছহির পাড়া এলাকায় সরকারি খাল থেকে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে বালু উত্তোলন করার বিষয়ে তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনের সাথে জড়িতরা পালিয়ে যায়। তখন খাল থেকে অবৈধভাবে উত্তোলনকৃত প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর চৌধুরীর জিম্মায় রাখা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ সরকার উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী
পরবর্তী নিবন্ধপোশাক শিল্পের কার্যক্রম সহজীকরণে নেয়া হবে পদক্ষেপ