সাতকানিয়ায় আবাদি জমির টপসয়েল কাটায় এবং রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানোর অপরাধে ৫ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার দিবাগত রাতে উপজেলার ছদাহা ও কেঁওচিয়া এলাকায় এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। জানা যায়, উপজেলার ছদাহা ও কেঁওচিয়া এলাকায় সংঘবদ্ধ চক্র আবাদি জমির টপসয়েল কেটে বিক্রি করছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস সেখানে অভিযান চালান। এ সময় আবাদি জমির টপসয়েল কাটায় ঢেমশা আছহাব মিয়ার বাড়ি এলাকার শামসুল হকের পুত্র আবদুল মজিদকে ৫০ হাজার টাকা, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানোর অপরাধে ছদাহা ছোট ঢেমশার আছহাব মিয়ার পুত্র মো. আবছারকে ৪ হাজার, কালিয়াইশের মৌলভীর দোকান এলাকার আবদুর রশিদের পুত্র ওমর ফারুক, একই এলাকার আবদুল আলমের পুত্র শাহেদ হোসেন ও রসুলাবাদের সিদ্দিক আহমদের পুত্র মো. জাশেদকে ২ হাজার টাকা করে জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস জানান, আবাদি জমির মাটি কাটার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।