সাতকানিয়ায় আবাদি জমির টপসয়েল কেটে বিক্রি এবং রেজিস্ট্রেশন বিহীন ডাম্পার ট্রাকে বহন করায় দুইজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার সকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া এলাকায় বিলের জমি থেকে মাটি কেটে নেয়ার সময় এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী।
জানা যায়, উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া এলাকার বিল থেকে একটি সংঘবদ্ধ চক্র আবাদি জমির টপসয়েল (উপরি ভাগের মাটি) কেটে বিক্রি করে আসছিল। খবর পেয়ে গতকাল সকালে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় বিলের জমি থেকে টপসয়েল কেটে নেয়ার সময় হাতেনাতে আটক করে সাতকানিয়া পৌরসভার দক্ষিন রূপকানিয়ার মৃত ইমাম উদ্দিনের পুত্র মোঃ রেজাউল করিমকে ৫০ হাজার টাকা এবং রেজিস্ট্রেশন বিহীন ডাম্পার ট্রাকযোগে মাটি বহন করায় খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া এলাকার আহমদ শফির পুত্র মোঃ আরমানকে ১০ হাজার টাকা জরিমান করেন। ভ্রাম্যমান আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, আবাদি জমির টপসয়েল কাটার সাথে জড়িত সবার বিরুদ্ধে অভিযান চালানো হবে।