সাতকানিয়ায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ৩:৪৯ অপরাহ্ণ

সাতকানিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে এক যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহতের নাম মো. সোলাইমান সিকদার (৫৪)।

আজ রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের হাসমতের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান সিকদার লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান রবিচান সিকদার পাড়ার শফিকুর রহমান সিকদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে ঈগল পরিবহনের কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ হাসমতের দোকান এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় বাসের যাত্রী মো. সোলাইমান সিকদার ঘটনাস্থলে মারা যান।

এছাড়াও একই ঘটনায় ফরহাদ (২৫), জহির আহমদ (৪০), সাহাব উদ্দিন (৩৫) ও মো. জসিম উদ্দিন নামে চারজন আহত হয়েছেন।

ঘটনার পরপর স্থানীয় লোকজন সবাইকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোলাইমান সিকদারকে মৃত ঘোষণা করেন এবং অন্যান্যদেরকে চিকিৎসা দেয়া হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, আজ সকালে গুড়ি গুড়ি বৃষ্টির পর লোহাগাড়া থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস হাসমতের দোকান এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। এসময় এক যাত্রী ঘটনাস্থলে নিহত ও অপর চার যাত্রী আহত হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিক
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে চোলাই মদসহ বিক্রেতা গ্রেফতার