সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২০ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক খাঁনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে সাতকানিয়া রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কেঁওচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাদারবাড়ির মো. ইসমাইল প্রকাশ মনুর পুত্র ও কেঁওচিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ফারুক খাঁন দীর্ঘদিন পলাতক ছিলেন। ঘটনার দিন রাতে এলাকায় অবস্থান করার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাতকানিয়া রাস্তার মাথা থেকে তাকে গ্রেপ্তার করে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ফারুক খাঁন কেরানীহাটে বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। গতকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক কাজী জাফরুল ইসলামের ১২ তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর চিকিৎসা ক্যাম্প