সাতকানিয়ায় এতিমখানার শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ৭ জুলাই, ২০২৪ at ৯:২১ পূর্বাহ্ণ

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে শিশু বলাৎকার মামলার আসামি উপজেলার ০৭ নং মাদার্শা ইউনিয়নের ইয়াছিন মক্কী আল কাসেমী হেফজখানা ও এতিমখানার এতিমখানার শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার শিক্ষকের নাম মোঃ আব্দুল্লাহ (২২)। তিনি বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ০৭নং ওয়ার্ড পূর্ব বড়গুনা, ওমর আলী পাড়ার মোঃ আব্দুর রহমানের পুত্র ও সাতকানিয়া উপজেলার ০৭ নং মাদার্শা ইউনিয়নের ইয়াছিন মক্কী আল কাসেমী হেফজখানা ও এতিমখানার শিক্ষক ও হাফেজ হিসাবে কর্মরত ছিলেন।

বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ সাব্বির।

ঘটনার শিশু সাব্বিরের পিতা লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দিন আসামির বিরুদ্ধে ৬ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪)(খ)/ ৯(১) ধারায় লিখিত এজাহার দায়ের করলে উক্ত এজাহারের প্রেক্ষিতে সাতকানিয়া থানার মামলা নং- ০৮, রুজু করা হয়।

নিয়মিত মামলা রুজুর পরপরই ২৪ ঘন্টার মধ্যে শিশুকে বলাৎকারকারী হুজুরকে সাতকানিয়া থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রিটন সরকার দৈনিক আজাদীকে বলেন, শিশুটির পিতার দায়েরকৃত এজাহারের ভিত্তিতে মামলা রুজুর পরপরই শিশুকে বলাৎকারে অভিযুক্ত হুজুর মোঃ আব্দুল্লাহকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটযোগে আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ও ১ম বিভাগ ফুটবল লিগের দলবদল কার্যক্রম আজ শুরু
পরবর্তী নিবন্ধমেসির চোখে মার্টিনেজই বিশ্বসেরা