সাতকানিয়ায় অকটেনের বোতল খুলতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গিয়াস উদ্দিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ২ জানুয়ারি রাতে আমিলাইষের পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় দগ্ধ হয় এবং চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে মৃত্যু হয়। গিয়াস আমিলাইষ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম ডলু ঘোনার পাড়া এলাকার মো. শাহ আলমের ছেলে।
আমিলাইষ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচএম হানিফ জানান, গত ২ জানুয়ারি রাত ৮টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নের পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় স্থানীয় ইউপি সদস্যের মোটরসাইকেলের অকটেন শেষ হয়ে যায়। তখন একই এলাকার জসীম উদ্দিন নামের এক লোক তার ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে গিয়ে দোকান থেকে অকটেন কিনে নেয়। অকটেন ভর্তি প্লাস্টিকের বোতলটি মোটরসাইকেলের পাশে রশি দিয়ে বেঁধে পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় আসে। কিন্তু মোটরসাইকেলের সাথে অকটেনের বোতালের রশির গিট খোলা যাচ্ছিল না। এসময় যুবক গিয়াস এগিয়ে এসে দিয়াশলাইয়ের আগুন দিয়ে রশি পুড়ে অকটেনের বোতলটি নেয়ার চেষ্টা করছিল। দিয়াশলাইয়ের আগুন জ্বালার সাথে সাথে বোতলের অকটেনে আগুন ধরে যায়। ওই আগুনে দগ্ধ হয়ে গিয়াস উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে গিয়াস মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. মামুন জানান, অকটেনের বোতলে আগুন লাগার সাথে সাথে জসীম এবং গিয়াস দুই দিকে সরে গিয়েছিল। কিন্তু গিয়াস পরে গিয়ে জলন্ত অকটেনের বোতলে লাথি মারে। এতে গিয়াসের শরীরে আগুন লেগে দগ্ধ হয়। সাতকানিয়া থানার পরিদর্শক মো. আতউল হক চৌধুরী জানান, বিষয়টি আমরা শুনেছি। তবে এ বিষয়ে এখনো কেউ কোনো ধরনের অভিযোগ দেয়নি।