সাতকানিয়া পৌরসভায় ৪৮ কোটি ৩৪ লক্ষ টাকা বাজেট ঘোষণা

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ১০ জুলাই, ২০২৪ at ১১:১১ পূর্বাহ্ণ

সাতকানিয়া পৌরসভার ২০২৪২০২৫ অর্থ বছরের জন্য ৪৮ কোটি ৩৪ লক্ষ ৫৫ হাজার ৭ শত ১ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে আয় এবং ব্যয় সমান ধরা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর কার্যালয়ে মেয়র মোহাম্মদ জোবায়ের বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে আয় ধরা হয়েছে ট্যাক্স খাতে ৩ কোটি ৪১ লক্ষ ৫০ হাজার টাকা, রেইটস ৩৮ লক্ষ, ফিস ৫ লক্ষ, সম্পত্তি হতে আয় ৮ লক্ষ, অন্যান্য ২ কোটি ১০ লক্ষ, বিবিধ ৬৫ লক্ষ, উন্নয়ন খাত ব্যতীত সরকারি অনুদান ৪৭ লক্ষ, বেসরকারী অনুদান ২০ লক্ষ, উন্নয়ন খাতে সরকারি অনুদান ২ কোটি, বিবিধ প্রকল্প খাতে ৩৬ কোটি ৭০ লক্ষ, মূলধন হিসাব ৭১ লক্ষ ৫০ হাজার ও প্রারম্ভিক স্থিতি ১ কোটি ৫৮ লক্ষ ৫৫ হাজার ৭ শত ১ টাকা।

বাজেটে ব্যয় ধরা হয়েছে সংস্থাপন খাতে ২ কোটি ২ লক্ষ টাকা, কর নির্ধারণ ও আদায় ৩ লক্ষ টাকা, স্বাস্থ্য ও পয়ঃ প্রণালী ৭৮ লক্ষ, শিক্ষা ২০ লক্ষ, বিবিধ ৪ কোটি ৫০ লক্ষ, অবকাঠামো উন্নয়ন ৩৭ কোটি ৬৫ লক্ষ, মূলধন হিসাব ৪৭ লক্ষ ও সমাপনী জের ২ কোটি ৬৯ লক্ষ ৫৫ হাজার ৭ শত ১ টাকা।

সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে ও কর আদায়কারী মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গৌতম দাশ, পৌরসভার প্যানেল মেয়র১ এ কে এম মোর্শেদ, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর লালু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক লিটন, পৌরসভার মহিলা কাউন্সিলর মাছুমা বেগম, শাহনাজ পারভীন, আফরোজা আকতার শারমিন, কাউন্সিলর মো. এনামুল কবির, খুরশেদ আলম, আবু বকর ছিদ্দিক, মো. আরিফুকল ইসলাম, আরাফাত উল্লাহ ও সাবেক মহিলা কাউন্সিলর শিকু আরা বেগম।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে সবজি বিক্রেতাকে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধমাদ্রাসা ছাত্রীকে অপহরণ চেষ্টা, বখাটেকে পিটুনির পর পুলিশে সোপর্দ