সাতকানিয়া পৌরসভা বিএনপির এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলা চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন।
সাতকানিয়া পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এইচএম রফিক উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য ইফতেখার মোস্তফা সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার, বিএনপি নেতা হাজী আবদুস ছামাদ, এসএম নুরুল হক, ছৈয়দ বাহা উদ্দিন ভুলু, জাহেদুল ইসলাম, মোঃ নাছির উদ্দিন, তাসির উদ্দিন চৌধুরী বাপ্পি, জুনাইদ মাহবুব চৌধুরী, মোঃ শহীদুল ইসলাম, মোঃ উসমান গনি, মোঃ সোহেল, মোঃ বেলাল, মোঃ মোস্তাফিজ, মোঃ দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলনেতা মোস্তাফিজুর রহমান মিন্টু, আবু সাঈদ রাসেল, শ্রমিক দল নেতা মোঃ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মোঃ জুবাইর, আজিজুল হক রাসেল, মোঃ হেলাল উদ্দিন, যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল, মোঃ এরফান, মোঃ মিজবাহ, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, মোঃ কামাল উদ্দিন, মোঃ তোহা ও আবদুর রহমান মাহী।