সাতকানিয়া উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ১৭ মে, ২০২৫ at ২:৫৭ অপরাহ্ণ

সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাবেক উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলা (৪৫) কে গ্রেফতার করেছে।

আজ (১৭ মে) শনিবার ভোরে তার নিজ বাড়ি সাতকানিয়া পৌরসভার আশেকের পাড়া হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ভোলা সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও আশেকের পাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলার পলাতক আসামি সাবেক উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলাকে আজ শনিবার নিজ বাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে।

সাতকানিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা ভোলাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নেতা রাজনৈতিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ডাম্পারের ধাক্কায় জেলে নিহত
পরবর্তী নিবন্ধচসিক সাবেক কাউন্সিলর তৌফিক বিমানবন্দরে গ্রেফতার