সাত হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ জুন, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ব্যবসায়ী আবুল মনজুর (২৮) ও মোহাম্মদ সাহাব উদ্দিন (৩৪)। দুজনের বাড়ি কক্সবাজারে। কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দীন আজাদীকে জানান, টেকনাফের আবুল কালামের কাছ থেকে ইয়াবা কিনে বেশি দামে ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল মনজুর ও সাহাব উদ্দিন। পুলিশ বিষয়টি বুঝতে পেরে দুজনের প্যান্টের পকেট থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং তাদের গ্রেপ্তার করে। বিকেলে আদালতে তাদের চালান দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ১১ শতক সরকারি ভূমি উদ্ধার
পরবর্তী নিবন্ধউচ্চ শিক্ষায় করারোপের প্রস্তাব পুনর্বিবেচনার দাবি