আকবর শাহ বেলতলী ঘোনায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনা তদন্তে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরের একজন করে প্রতিনিধি এবং আকবর শাহ থানার ওসি।
এদিকে ঘটনার পর চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি মৃতের দাফন–কাফনের জন্য ২৫ হাজার টাকা, ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা সহায়তা দেয়া হবে বলে ঘোষণা দেন।