সাত জেলেকে জরিমানা, ১৬ বরফকলে বিদ্যুৎ বিচ্ছিন্ন

বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২ জুলাই, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

বাঁশখালীতে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ৭ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৬ টি বরফকলের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। গত বৃহস্পতিবার উপজেলার শেখেরখীল ইউনিয়নের সরকার বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

জানা যায়, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধকরণ নিশ্চিতকল্পে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সমুদ্রে ধরা পড়া মাছ সংরক্ষণের জন্য বরফ উৎপাদন ও বিপণনের দায়ে ১৬টি কোল্ড স্টোরেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জ-সিলেট-হবিগঞ্জে ত্রাণ দিল গাউসিয়া কমিটি
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুই ভাইয়ের ১০ বছরের কারাদণ্ড