ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখার সাড়ে ১৪ কোটি টাকা খেলাপী ঋণ আদায়ের মামলায় পূর্ব নাসিরাবাদের ব্যবসায়ী কাজী সরোয়ার রাব্বি ফারুককে পাঁচ মাসের দেওয়ানী আটকাদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে কারাগারেও পাঠানো হয়েছে। তিনি নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকার এফ আর এজেন্সিসের মালিক। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এর আগে ঢাকা থেকে পরোয়ানামূলে পুলিশ কাজী সরোয়ার রাব্বি ফারুককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদনটি নাকচ করে দেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৮ এপ্রিল পাঁচলাইশ থানা পুলিশের একটি টিম কাজী সরোয়ার রাব্বি ফারুককে ঢাকা থেকে গ্রেপ্তার করে। এরপর আজকে (গতকাল) তাকে হাজির করলে বিচারক তাকে পাঁচ মাসের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেন। আদালতসূত্র জানায়, সাড়ে ১৪ কোটি টাকা আদায়ের লক্ষ্যে ২০১৯ সালে ইস্টার্ন ব্যাংক আগ্রবাদ শাখা ব্যবসায়ী কাজী সরোয়ার রাব্বি ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ জারি মামলাটি দায়ের করেন।