সাড়া জাগানো চুনতি ডট কম ম্যারাথন সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের একেবারে দক্ষিণের জনপদ চুনতি। প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই জনপদে গতকাল যেন বসেছিল দূর পাল্লার দৌড়বিদদের মেলা। সেই কাক ডাকা ভোরে চুনতি মেহেরুন্নেসা বিদ্যালয়ের মাঠে হাজির শত শত দৌড়বিদ। সবার লক্ষ্য চুনতি ডটকম আয়োজিত ম্যারাথনে অংশ নেওয়া। ম্যারাথনের ধারণাটা অনেক প্রাচীন হলেও আমাদের দেশে তার তেমন একটা প্রচলন নেই। তবে চুনতির সন্তানদের গড়া প্রতিষ্ঠান চুনতি ডটকম এই প্রতিযোগিতাটি করে আসছে গত তিন বছর ধরে। এবারের আসর যেন ছিল আরো জৌলুসপূর্ণ। সেই সাত/আট বছরের কিশোর থেকে শুরু করে ৬৫ বছরেরও বেশি বয়সী দৌড়বিদরা অংশ নেয় এই প্রতিযোগিতায়। আর এই ম্যারাথনকে ঘিরে চুনতিতে যেন বসেছিল মেধাবীদের মিলনমেলা। এই প্রতিযোগিতায় অংশ নিতে আগের দিন থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসতে থাকে দৌড়বিদরা। অনেকেই স্কুল মাঠে তাবু গেড়ে রাত্রি যাপন করেছে। তবে আসল উৎসবটা হয় গতকাল ভোরে। গতকাল শুক্রবার সকাল ৭টায় পাহাড় ও সমতলবেষ্টিত জনপদ চুনতির দৃষ্টিনন্দন ইসহাক মিয়া সড়কে অনুষ্ঠিত হয় চুনতি ডট কম ম্যারাথন। এবারের আসরে তিন ক্যাটাগরীতে হয় ম্যারাথন। ৫ ও ১০ কিলোমিটার পাশাপাশি হাফ ম্যারাথন ২১ কিলোমিটার সংযোজন করা হয়। সে সাথে ডিজিটাল পদ্ধতিতে নির্ভুল রেজাল্টের চিফ টাইমিং এর ব্যবস্থা করা হয়। আর এবারের আসরে অন্যতম আকর্ষণ ছিল এভারেস্ট জয়ী আকবর আলির উপস্থিতি। তিনি নিজেও অংশ নেন এই আয়োজনে।

দেশের সেরা রানারদের অংশগ্রহণে অনুষ্ঠিত ম্যারাথনে বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় প্রাইজমানি, ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। এবারের ম্যারাথন প্রতিযোগিতায় ২১.১ কিলোমিটার ক্যাটাগরিতে ১:২১:৩২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন মো. ইমরান হাসান। ১:২৫:১৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় মোহাম্মদ সুজন। আর ১:২৬:১৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন মো. মঈনুল ইসলাম। চতুর্থ হয়েছেন আবদুল্লাহ আল নোমান। বয়স্কদের ২১ কিলোমিটার ক্যাটাগরিতে ১:৪৭:৩৮ সময় নিয়ে প্রথম স্থান লাভ করেন গৌর পদ সাহা। ১:৫৯:৫০ সময় নিয়ে দ্বিতীয় নেপাল চন্দ্র ভৌমিক। ১০ কিলোমিটার ক্যাটাগরিতে ০০:৩৬:৪৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান লাভ করেন শরীফুল আলম। ০০:৩৮:২১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন মঈনুল আহমেদ ও ০০:৪১:৪১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় মো. জাকির হোসেন বিব, চতুর্থ হয়েছেণ মোহাম্মদ রানা, পঞ্চম মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। এছাড়া ৫ কিলোমিটার ক্যাটাগরিতে ০০:১৯:২২ সময় নিয়ে প্রথম হয়েছেন মাহফুজুর রহমান। ০০:২০:০৫ সময় নিয়ে দ্বিতীয় আসাদুর রহমান এবং ০০:২১:১০ সময় নিয়ে শাহজাহান সাবিত তৃতীয় স্থান লাভ করেন। বয়ষ্কদের ১০ কিলোমিটার ক্যাটাগরিতে ০০:৪২:৪৭ সেকেন্ড সময় নিয়ে আমিনুল রহমান প্রথম স্থান লাভ করেন। ০০:৫২:১১ সময় নিয়ে মো. তোফাজ্জল হোসাইন দ্বিতীয় স্থান অধিকার করে।

দৌড় শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের আনুষ্ঠানিক পদক এবং সম্মাননা প্রদান করেন মাসুদ খান এফসিএ এফসিএমএ, সাদিউল ইসলাম মুরাদ এফসিএ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান, লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিশেষজ্ঞ ড. সুলতান হাফিজ রহমান, ম্যারাথন আয়োজক কমিটির আহ্বায়ক অর্থোপেডিক সার্জন সহযোগি অধ্যাপক ডা. মাহমুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র মেরিন ক্যাপ্টেন শামশাদ আহমেদ খান, ডা. সাইফুল্লাহ খান, সূরাইয়া জান্নাত লাভলী, আসিফা আবেদিন, সাজি ইসলাম, প্রফেসর হামিদুল হোসেন ছিদ্দিকী, বাবর হোসাইন ছিদ্দিকী, অধ্যাপক সাদাত জামান খান মারুফ, মুছা রেজা সিদ্দিকী, নিজাম উদ্দিন খান ফিলিপ, অধ্যক্ষ দ্বীন মোহাম্মদ মানিক, শাহজাদা আবুল কালাম আজাদ, ছৈয়দ উদ্দিন ছিদ্দিকী, অ্যাডভোকেট মিনহাজুল আবরার, আসাদুল্লাহ ইসলামাবাদি।

পূর্ববর্তী নিবন্ধসোহাগের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় জয় চট্টগ্রামের
পরবর্তী নিবন্ধদেশের হলে মুক্তি পেল তিন সিনেমা