সাজ্জাদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

চান্দগাঁওয়ে যুবককে গুলি করে হত্যা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ অক্টোবর, ২০২৪ at ৭:৪৪ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ের শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন (২৭) নামে এক যুবককে হত্যার ঘটনায় সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরের চান্দগাঁও থানায় নিহত তাহসিনের বাবা মো. মুসা বাদী হয়ে এই মামলা করেন। চান্দগাঁও থানায় করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে। মামলার অন্য আসামিরা হলো, সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাতো ভাই খোরশেদ ও মো. হেলাল।

এ ব্যাপারে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন আজাদীকে বলেন, নিহত তাহসিনের বাবা বাদী হয়ে সন্ত্রাসী সাজ্জাদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গত ২১ সেপ্টেম্বর বিকেলে নগরের চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরনী সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে ঘটে নৃশংস এই হত্যাকাণ্ড।

গত মঙ্গলবার রাত ৮ টার দিকে পাঁচলাইশ থানার আবদুল হামিদ সড়কের রওশন হাইটস নামক একটি ভবনের পার্কিং থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। যার রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো চ ১১৩১৮৯। বিআরটিএ সূত্রে জানা যায়, মাইক্রোবাসটির মালিক পাঁচলাইশ থানা এলাকার মোতাহের আলীর ছেলে আলী মোয়াজ্জেম শাহীন নামক এক ব্যক্তি। আর সেটি তিনি ইকবাল নামে এক চালককে মাসিক চুক্তিতে ভাড়ায় দিয়েছিলেন।

মাইক্রোবাসটির মালিক আলী মোয়াজ্জেম শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। তিনি পুলিশকে জানান, মাসিক ২২ হাজার টাকার চুক্তিতে গাড়িটি দুই মাস আগে ইকবালের কাছে ভাড়া দিয়েছেন। গত এক সপ্তাহ ধরে তার খোঁজ পাচ্ছেন না বলে তিনি জানান। পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের সাথে মাইক্রোবাস চালক ইকবালেরও যোগসাজশ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় ও খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধসাবেক ইসি সচিব হেলালুদ্দীন খুলশী থেকে গ্রেপ্তার