আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দেয়া মাহফিল গতকাল চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ প্রসাশক মোহাম্মদ আবদুস সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন, সহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, সহ সভাপতি খোরশেদুল আলম সুজন, এটিএম পেয়ারুল ইসলাম, আবুল কাসেম চিসতি, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মোচলেহ উদ্দিন মনসুর, শাহজাদা মহিউদ্দিন, নোমান আল মাহমুদ, জসীম উদ্দিন শাহ, আলাউদ্দিন সাবেরী, নজরুল ইসলাম চৌধুরী, নাজিম উদ্দীন তালুকদার, আবু তালেব, নজরুল ইসলাম চৌধুরী, আ স ম ইয়াছিন মাহমুদ, বেদারুল আলম চৌধুরী বেদার, সেলিম উদ্দিন, সাদাত আনোয়ার সাদী, রাসেদ খান মেনন প্রমুখ।







