সাজেকে কলাবোঝাই জিপ উল্টে নিহত ২

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ২:০৮ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে কলাবোঝাই জিপ গাড়ি উল্টে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকার ইলিয়াস হোসেন (৪৫) ও মাচালং এলাকার অনন্ত ত্রিপুরা (৪০)।

বুধবার (১৭ আগস্ট) সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা ২ নম্বর কালভার্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে মাচালংবাজার থেকে একটি জিপ গাড়ি কলাবোঝাই করে বাঘইহাটে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক নুর বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ২ দিন পর পাওয়া গেল সেই কলেজ ছাত্রের লাশ
পরবর্তী নিবন্ধবাড়ির ৫০০ মিটার দূরে মিলল বোয়ালখালীর সাবেক ইউপি সদস্যের লাশ