সাজানো ছকের কার্যক্রমের মাধ্যমে কিছু রাজনৈতিক দল মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিতে চায় অভিযোগ করে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। এদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অস্থিতিশীল করার মত ঘটনা আমরা ঢাকা শহরে হতে দেব না; যারা করতে আসবে তাদের ইনশাল্লাহ আমরা প্রতিহত করব। খবর বিডিনিউজের।
গতকাল শনিবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক কর্মী সভায় এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষকে জিম্মি করে কতিপয় রাজনৈতিক দল তারা আজকে ফয়দা লোটার চেষ্টা করছে, পানি খোলা করে তারপরে মাছ শিকার করার চেষ্টা করছে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
ঢাকা–৮ আসনে বিএনপির মনোনীত এই প্রার্থী বলেন, একাত্তরে স্বাধীনতার অর্জন আর চব্বিশে কথা বলার অধিকার এই দেশের জনগণ রক্ত দিয়ে আদায় করেছে। সেই ‘৭১ এবং ’২৪ এর যে অধিকার সে অধিকার থেকে আজকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।












