কর্ণফুলী নদীর বাকলিয়া নতুন ফিশারিঘাট থেকে সাগরে মাছ ধরতে গিয়ে বোট মালিকসহ ১৮ জন জেলে ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর রাতে নগরের বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট থেকে ‘এফ বি খাজা আজমীর’ নামের ফিশিং বোট নিয়ে সাগরে যান বোটের মালিক আলী আকবরসহ ১৮ মাঝি ও জেলে। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান মিলছে না। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর বোট মালিকের স্ত্রী সেলিনা আক্তার (৪০) চট্টগ্রামের সদরঘাট নৌ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৫৫৫) করেছেন।
এতে তিনি উল্লেখ করেছেন, তার স্বামী আলী আকবর (৪৯) দীর্ঘদিন ধরে মাছ ধরার ব্যবসার সঙ্গে জড়িত। তার মালিকানাধীন এফ বি খাজা আজমীর ফিশিং বোটের (রেজিস্ট্রেশন নং এফ–৯৭৫৪) অধীনে মাঝি আবু তাহের (৫৫), স্টাফ জামাল (৪৫), বাবুর্চি রুবেলসহ (৩৫) মোট ১৮ জন সাগরে মাছ ধরতে বের হন। গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে স্ত্রী সেলিনা আক্তারের সঙ্গে আলী আকবরের সর্বশেষ ফোনালাপ হয়। এরপর থেকে তার ব্যবহৃত নম্বরসহ অন্য স্টাফদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
সেলিনা আক্তার বলেন, প্রথমে ভেবেছিলাম সাগরে নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ করা যাচ্ছে না। কিন্তু টানা ১০ থেকে ১১ দিন অপেক্ষার পরও তাদের কোনো খোঁজ না পাওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। এখনো স্বামী ও বোটের সকল মাঝিমাল্লা নিখোঁজ। পুলিশও কোন খোঁজ দিতে পারছে না।
সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিখোঁজ জেলেদের সন্ধানে খোঁজাখুজি চলছে। দেশের প্রতিটি থানায় বার্তাও পাঠানো হয়েছে।