বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার অপরাধে সাত জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা খুইল্ল্যা মিয়া ঘাটের এক কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরে পেকুয়া জাল দিয়ে মাছ ধরার সময় গহিরা বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী পুলিশ পরিদর্শক মো. নাছিরের নেতৃত্বে একদল নৌ পুলিশ অভিযান চালিয়ে সাত জেলেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আনোয়ারা থানায় গতকাল রোববার মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাইনুদ্দীন (২৭), মোহাম্মদ সেলিম (৩৪), শাহজাহান (৩৫), রফিক উদ্দীন (২৭), মোহাম্মদ হারেস (২৩), হামিদ হোসেন (৪০) ও সৈয়দুল করিম (২২)।
গহিরা – বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছির উদ্দীন জানান, শনিবার রাতে বঙ্গোপসাগরের অভিযান চালিয়ে সাত জেলেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুইটি ইঞ্জিন চালিত নৌকা, ৮০ হাজার বর্গমিটারের ১৬টি নিষিদ্ধ পেকুয়া জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা। এ সময় মাছ মজুদের ব্যবহারে রক্ষিত ৬০টি বরফ টুকরো ধ্বংস করা হয়। গ্রেপ্তার জেলেদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা হয়েছে।
আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক জানান, গত ২০ মে হতে আগামী ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এ সময়ে মাছ শিকারকারী জেলেদের আইনের আওতায় আনা হবে।