সাগরিকায় আগুনে পুড়ল কার্টন-ফোম কারখানাসহ বসতঘর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

নগরীর সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় পাশাপাশি দুটি কার্টন ও ফোমের কারখানা এবং পাশের একটি টিনশেড কাচা বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ২৬ লাখ ৫০ হাজার টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল বিকাল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৪০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আগুন পুরোপুরিভাবে নির্বাপন হয় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছেসিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস চট্টগ্রামের ডিআই জোন১ এর ডিএডি মো. আব্দুর রাজ্জাক বলেন, অগ্নিকাণ্ডের সময় গোডাউনে কেউ ছিলেন না। ক্ষয়ক্ষতি হলেও এতে কেউ হতাহত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধ৫ পয়েন্টে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণ প্রকল্পে পরামর্শক নিয়োগের কাজ শুরু
পরবর্তী নিবন্ধদিনরাত ওপারের মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে টেকনাফ