সাগরিকা ক্লাবের রোটারিয়ান রাশেদুল আমিন শ্রেষ্ঠ প্রেসিডেন্ট

| বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৮:০৯ পূর্বাহ্ণ

রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের ডিস্ট্রিক্ট কনফারেন্স ও অ্যাওয়ার্ড ফেস্টিভাল গত ২৫-২৬ জুন রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের অািরআইপি আর পিডিজি জয়নুল আবেদীন, রোটারি ৩২৮২ এর সাবেক ও ভবিষ্যৎ গভর্নরবৃন্দ। ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।
অ্যাওয়ার্ড ফেস্টিভেল অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের এই রোটাবর্ষের কার্যক্রম পর্যালোচনা করে তাদের প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন ক্লাবকে পুরস্কৃত করা হয়। এতে এই করোনা মহামারীতেও মানবতার সেবায় অনন্য অবদান রাখায় রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকা ১১টি ক্যাটাগরিতে প্রথম স্থানসহ বিপুল সংখ্যক পুরস্কার লাভ করেন এবং ক্লাব সভাপতি রোটারিয়ান রাশেদুল আমিন ডিস্ট্রিক্ট ৩২৮২ এর মধ্যে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রথম স্থান অর্জন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২১ দিনেও হদিস মিলেনি হাটহাজারীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের
পরবর্তী নিবন্ধশতাধিক রিকশা চালককে রেইন কোট দিল স্মাইল