সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ২৪ রোহিঙ্গাকে শিবিরে ফেরত

| বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৫:৪৩ পূর্বাহ্ণ

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় আটক ২৪ জন রোহিঙ্গা নারী ও পুরুষকে জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গা শিবিরে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৪ জন নারী ও ১০ জন পুরুষ রয়েছে। গত সোমবার ইনানী সৈকত থেকে তাদের আটকের পর বিকেলেই তাদের শিবিরে পাঠানো হয়।

পুলিশ জানায়, রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে শতাধিক দালালের মাধ্যমে সাগর পথে মালয়েশিয়া যেতে একটি ট্রলারেও উঠেছিলেন। ট্রলারটি মাঝসাগরে মিয়ানমার নৌবাহিনীর বাধার মুখে পড়ে। এ সময় দালালরা পালিয়ে যান। রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটি ভাসতে ভাসতে উখিয়া উপজেলার ইনানী সৈকতে আসে। এক পর্যায়ে সোমবার ভোরে ট্রলারটি উপজেলার জালিয়াপালং এলাকায় ভিড়লে সবাই পালানোর চেষ্টা করেন। এ সময় ২৪ জনকে আটক করে কোস্টগার্ড পুলিশের কাছে হস্তান্তর করে। খবর বাংলানিউজের।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, দালালদের প্রলোভনে পড়ে সাগর পথে মালয়েশিয়া যাচ্ছিল এসব রোহিঙ্গারা। ওরা যেহেতু ভিকটিম, তাই একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সবাইকে যার যার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএ সরকারের ‘মাইনাস টু’র চিন্তাভাবনা নেই : প্রধান উপদেষ্টার ডিপিএস
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে ফুটপাত থেকে ৫০টি দোকান উচ্ছেদ