সাগর-রুনি হত্যা মামলা তদন্তে ৪ সদস্যের টাস্কফোর্স গঠন

| বৃহস্পতিবার , ২৪ অক্টোবর, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্তের লক্ষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের টাস্কফোর্স গঠন করেছে সরকার। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের আইন১ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। খবর বাংলানিউজের।

সিনিয়র সহকারী সচিব মো. জহিবুল হক স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্তের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং৩২৫৯/২০১২ এর গত ৩০ সেপ্টেম্বর প্রদত্ত আদেশ অনুযায়ী নিম্নরূপ কর্মপরিধিসহ ০৪ (চার) সদস্য বিশিষ্ট একটি টাস্কফোর্স নিদের্শক্রমে গঠন করা হলো। টাস্কফোর্স কমিটির সদস্যরা হলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান আহ্বায়ক। সদস্য হিসেবে রয়েছে, পুলিশ অধিদপ্তরের প্রতিনিধি, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রতিনিধি (অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিম্নে নয়) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার নিম্নে নয়)। পরিপত্রে কর্মপরিধিতে যা বলা হয়েছে : টাস্কফোর্স যথাযথ আইন বিধি অনুসরণপূর্বক সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করে আগামী ৬ (ছয়) মাসের মধ্যে হাইকোর্ট বিভাগের বিভাগের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। গঠিত টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কোঅপ্ট করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় বাজারে অনিয়ম, জরিমানা
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের মধ্যে নৈতিকতাবোধ জাগিয়ে তুলতে হবে