সাগর উপকূলে ভেসে এল অজ্ঞাত ব্যক্তির লাশ

সীতাকুণ্ডের সৈয়দপুর

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূল থেকে অজ্ঞাত এক ব্যক্তির (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।

কুমিরা নৌ পুলিশের ইন্সপেক্টর একরাম উল্লাহ বলেন, পশ্চিম সৈয়দপুর সাগর উপকূলের সন্দ্বীপ বিদ্যুৎ লাইন সংযোগ স্থানের পাশে একটি লাশ ভেসে এলে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পূর্ববর্তী নিবন্ধআতুরার ডিপোতে ফোম কারখানায় আগুন
পরবর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের বহদ্দারহাট শাখা উদ্বোধন