সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূল থেকে অজ্ঞাত এক ব্যক্তির (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।
কুমিরা নৌ পুলিশের ইন্সপেক্টর একরাম উল্লাহ বলেন, পশ্চিম সৈয়দপুর সাগর উপকূলের সন্দ্বীপ বিদ্যুৎ লাইন সংযোগ স্থানের পাশে একটি লাশ ভেসে এলে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।