সাক্ষ্য-প্রমাণ না পেয়ে সাবেক মন্ত্রীর পুত্রকে অব্যাহতির সুপারিশ

আদালতে চূড়ান্ত প্রতিবেদন

| শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

অবৈধভাবে গ্যাসসংযোগ স্থানান্তর ও নতুন সংযোগ দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের ছেলে মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তে সাক্ষ্যপ্রমাণ পায়নি। এতে পাঁচজনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। খবর বাংলানিউজের।

যাদের অব্যাহতির জন্য সুপারিশ করা হয়েছে, তারা হলেনকেজিডিসিএলের সাবেক মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং ও সার্ভিসেস) মো. সারওয়ার হোসেন, বর্তমানে অবসরপ্রাপ্ত দক্ষিণ জোনের টেকনিশিয়ান (সার্ভেয়ার) মো. দিদারুল আলম, ব্যবস্থাপক মজিবুর রহমান, সাবেক মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ আলী চৌধুরী ও গ্রাহক মন্ত্রীর ছেলে মুজিবুর রহমান।

চট্টগ্রাম আদালতে দায়িত্বরত দুদকের জিআরও আবদুল লতিফ জানান, মামলার প্রতিবেদন পাওয়ার পর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। সেখানে আগামী ৯ এপ্রিল এর ওপর শুনানির দিন ধার্য রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মায়ের সামনে ছেলে খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধবেলজিয়ামের রাষ্ট্রদূতের সাথে চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভা