চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাকের মোহাম্মদ মেম্বার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান পৌরসভার মধ্যম নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উত্তর নোয়াগাও মুজিবীয়া ক্রিকেট একাদশের আয়োজিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল হুদা মাস্টার। সমাজসেবক মো. হারুন মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. হারুন সওদাগর, মো. জমির, মো. কামাল, মাওলানা মুফিজুল ইসলাম, ইফতিয়ার মামুন শাকিল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ, নুরুল আজিম, শেখ আহমদ, মো. মিজান, মো. আসিফ প্রমুখ। উদ্বোধনী খেলায় জিলানী ক্রিকেট পরাজিত করে ঘাটচেক একে ক্রিকেট একাদশকে । টুর্নামেন্টে ২০টি দল অংশ নিয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।