সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করেছেন তাইজুল ইসলাম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৩৫ দশমিক ৩ ওভারে ৭৬ রানে ৪ উইকেট নেন স্পিনার তাইজুল। এর মাধ্যমে স্পিনার সাকিবের সর্বোচ্চ ২৪৬ উইকেটের রেকর্ড স্পর্শ করেন তাইজুল। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সাকিব ৭১ এবং তাইজুল ৫৭ টেস্ট খেলেছেন। সাকিবকে টপকে যেতে ৫ উইকেট দূরে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামেন তাইজুল। দ্বিতীয় দিন ১ উইকেট নেন তিনি। তৃতীয় দিন গতকাল আরও ৩ উইকেট শিকার করে সাকিবের রেকর্ড স্পর্শ করেন তাইজুল। টেস্টের দ্বিতীয় ইনিংসে কোনো ব্যাটারকে আউট করতে পারলেই লংগার ভার্সনে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হবেন তাইজুল। ২০১৪ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাইজুলের।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাশেজের প্রথম দিনে ১৯ উইকেটের পতন
পরবর্তী নিবন্ধসন্দ্বীপ প্রিমিয়ার ফুটবলের ফাইনালে বেলাল মোহাম্মদ দ্যা ওয়ারিয়র্স